ইউক্রেনের হামলায় রাশিয়ার ১৪ বেসামরিক নাগরিক নিহত

রাশিয়ার বেলগোরদ শহরে ইউক্রেনের গোলাবর্ষণে দুই শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মস্কো।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, শনিবার বেলগোরদ শহরের কেন্দ্রস্থলে ‘ব্যাপক’ হামলার ফলে এসব হতাহতের ঘটনা ঘটেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই অপরাধ শাস্তি এড়াতে পারবে না।
‘কিয়েভ সরকার… ফ্রন্টলাইনের পরাজয় থেকে মনোযোগ ঘোরানোর চেষ্টা করছে এবং আমাদেরও একই ধরনের পদক্ষেপ নিতে প্ররোচিত করার চেষ্টা করছে।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রথম উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি শনিবার বলেন, হামলার পর রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে।
ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত রাশিয়া সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ৪০ জন নিহত ও ১৫০ জনেরও বেশি আহত হয়েছে। এরপর ইউক্রেনের এই হামলা আসলো।