বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

ভোট বর্জন ও সরকার পতনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ শুরু হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়। যা শেষ হবে এদিন সন্ধ্যা ৬টায়। দিনব্যাপী সড়ক-রেল-নৌপথে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।
এদিকে, গণতন্ত্র মঞ্চ সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, ১২ দলীয় জোট তোপখানা রোড বিএম ভবনের সামনে সকাল ১১টায়, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২ টায় তোপখানা রোড থেকে, এলডিপি বেলা ১২টায় বিজয় নগর নাইটিংগেল মোড় থেকে কর্মসূচি পালন করবে।
নুরুল হক নুরর গণ অধিকার পরিষদ বেলা সাড়ে ১১টায় বিজয় নগর পানির ট্যাংকেরর সামনে, গণ ফোরাম ও পিপলস পার্টি বেলা সাড়ে ১১টায় বিজয় নগর পানির ট্যাংক সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল সাড়ে ১০ টায় পুরানা পল্টন এলাকা এলাকায় কর্মসূচি পালন করবে।
ড. রেজা কিবরিয়ার গণ অধিকার পরিষদ বিকেল ৪টা পল্টন মোড় থেকে, এবি পার্টি বিকেল ৩টা বিজয় নগর হোটেল ৭১ এর সামনে থেকে, লেবার পার্টি দুপুর সাড়ে ১২টায় বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে কর্মসূচি পালন করবে।