নিজের কবর খুঁড়ে মৃত্যুর প্রহর গুনছেন শতবর্ষী আমির

গাজীপুর প্রতিনিধি- গাজীপুরের শ্রীপুরে শতবর্ষী এক ব্যক্তি নিজেই নিজের কবর খুঁড়ে মৃত্যুর জন্য প্রহর গুনছেন। তার নাম আমির আলী। ছয় বছর আগে বসতঘরের পাশে তিনি এ কবর খুঁড়েছেন।

রোববার বিকালে শ্রীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামে সরেজমিন পরিদর্শনে গিয়ে কথা হয় আমির আলী ওরফে পচু মিয়ার সঙ্গে।

এ সময় তিনি বলেন, মৃত্যুর পর তিনি কাউকে কষ্ট দিতে চান না। এমন চিন্তা থেকেই এ কাজ করেছেন। কবরের পাশেই নামাজ আদায়সহ দিনের বেশিরভাগ সময় পার করেন আমির। তার বাবার নাম জহুর আলী। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্ত্রী আমেনা খাতুন জানান, নিজের ইচ্ছায় আমার স্বামী বাড়ির পাশে কবর খুঁড়েছেন। তবে কী কারণে এ কাজ করেছেন তা তিনিই বলতে পারবেন।

শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া হাজী হাছেন আলী কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল কালাম আমিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমন কাজ সঠিক নয়। কারণ কেউ নিশ্চিত বলতে পারবে না, তার মৃত্যুর বিষয়ে। আর মারা যাওয়ার পর স্বজনরা কবর খুঁড়ে দাফন-কাফন করবেন এটাই নিয়ম।