বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে যুব-সমাবেশের আয়োজন করেছে দলটির অঙ্গসংগঠন যুবদল।
সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। যদিও ইতোমধ্যে সমাবেশ পূর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এই সমাবেশে অংশ নেবেন।
সরেজমিনে দেখা গেছে, যুব-সমাবেশ উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। আর সমাবেশে আগত নেতাকর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট।
এদিন বেলা ১১টার পর থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন যুবদলসহ বিএনপির অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। শুধু তাই নয় রাজধানীর বাইরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নিতে ঢাকা এসেছেন। আজ সকালে ঢাকার বাইরে থেকে অংশ নিতে আসা অনেক নেতাকর্মীকে ক্লান্ত হয়ে সমাবেশ মঞ্চের পাশে সড়কের শুয়ে থাকতে দেখা গেছে।
যুবদলের যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন বলেন, দুপুর ২টার পর থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হবে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।
এদিকে যুব-সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন-ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড়ে সর্তক অবস্থান নিয়েছে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাখা হয়েছে প্রিজনভ্যান, সজোয়াযানসহ বিভিন্ন পুলিশি যান।
এদিকে সমাবেশের অংশ নিতে আসা নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ার কারণে ফকিরাপুল থেকে কাকরাইলগামী সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।