নিজস্ব প্রতিনিধিঃ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (৯ আগস্ট) এক শোক সভার আয়োজন করা হয়।
আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং ১৫ আগস্টে ঘাতকের গুলিতে নিহত পরিবারের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
শোক সভায় তিনি বলেন, আগস্ট মাস আমাদের বাঙ্গালি জাতির জন্য খুব কষ্টের মাস। আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি এবং দেশের মঙ্গলের স্বার্থে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন দিতে সদা প্রস্তুত থাকি।
অনুষ্ঠানে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, একটা সময় ছিল যখন এদেশে ১৫ আগস্ট পালন করতে গেলে অনেক বাধা আসত। স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা জাতির পিতা ও তার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করেছিল, ছোট্ট শিশু রাসেলও সেদিন রেহাই পাইনি ঘাতকদের নিষ্ঠুরতা থেকে। তারা কখনোই চাইত না, এদেশে ১৫ আগস্ট পালিত হোক।
তিনি আরও বলেন, এখনও যারা ১৫ আগস্টের পুনরাবৃত্তি করতে চায়, বর্তমান সময়ের নতুন প্রজন্ম যদি সোচ্চার হয় তবে এইসব স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দেয়া সম্ভব।
তার বক্তব্যে আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবারের সকলকে হারিয়েছেন। তার আর কিছু চাওয়া পাওয়ার নেই। দেশের জনগণই এখন তার পরিবার। তিনি দেশের এবং জনগণের সেবা করে যেতে চান আমৃত্যু পর্যন্ত। আর এজন্য তাকে অনেক কষ্ট্ও সইতে হয়েছে, বার বার মৃত্যুর মুখ থেকে বেচে ফিরেছেন প্রধানমন্ত্রী। কিন্তু একবারের জন্যও পিছ পা হননি।
পরে সেসিপের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।