ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের পরদিন সাইমন (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার জিনোদপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাইমন উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তারা পাশের ইউনিয়নের জিনোদপুর গ্রামে ভাড়া বাসায় থাকতো।
স্থানীয়রা জানায়, রোববার থেকে সাইমন নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খুঁজেও তার সন্ধান পাননি। পরে সোমবার সকালে ওই শিশুকে মৃত অবস্থায় বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, শিশুটি নিখোঁজ ছিল বলে জানতে পেরেছি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।