দিনাজপুরে অবসরপ্রাপ্ত কর্মচারীদের চিকিৎসা ভাতা, এককালীন অনুদান ও সন্তানদের শিক্ষা ভাতাপ্রদান

যাদব চন্দ্র রায়,বিভাগীয় ব্যুরো চীফ, রংপুর :দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিচুর রহমান বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীরা মানবতার কল্যাণে কাজ করে যাবেন। বিশেষ করে বর্তমান সরকার প্রতিবন্ধী ও বয়স্ক ব্যাক্তিদের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। যুব সমাজের অবক্ষয় রোধে এবং সমাজকে অবক্ষয় মুক্ত করতে আপনাদের এগিয়ে আসা উচিত।
২৩ জানুয়ারী সোমবার জেলা প্রশাসক চত্বরে অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সদস্যদের মাঝে চিকিৎসা ভাতা, এককালীন অনুদান ও সন্তানদের শিক্ষা ভাতার অনুদান প্রদান করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দীন আহম্মেদ। প্রধান অতিথি সমিতির সদস্যদের মাঝে শিক্ষা ভাতা ২৪ জনকে ১ লক্ষ ৬২ হাজার ৫শত টাকা, এককালীন অনুদান হিসেবে ৪১ জনকে ২ লক্ষ ১ হাজার ২শত এবং চিকিৎসা ভাতা হিসেবে ৩৯ জনকে ২ লক্ষ ৬৭ হাজার ২শত টাকা মোট ৬ লক্ষ ৩০ হাজার ৯শত টাকা বিতরণ করেন। সভায় ঘোষনা দেওয়া হয় যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিনামূল্যে কার্যালয়ে ডাঃ আরিফ হোসেন রোববার ও সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করবেন।