মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম খাঁন নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সাড়ে ১১টার দিকে উপজেলার মাওয়া শিমুলিয়া সড়কে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,মাওয়া থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে,দ্রুত গতির একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে প্রথমে চাপা দেয়,পরে প্রাইভেটকারের চাকার সাথে আটকে পড়া মোটরসাইকেল আরোহীকে টেনে হিচরে নিয়ে যায় কিছুটা দূরে,এ সময় স্থানীয়দের বাঁধার মুখে পরে প্রাইভেটকার চালক সহ বেশ কয়েকজন। পরে আহত মোটরসাইকেল চালক ইব্রাহিমকে গুরুত্বর অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে ফেলে রেখে পালিয়ে যায়,পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আকলিমা আক্তার জানান,গুরুতর অবস্থায় নিহত মোটরসাইকেল চালক ইব্রাহিমকে,বেশ কয়েকজন মিলে হাসপাতালে জরুরী বিভাগে ফেলে রেখে চলে যায়। পরে চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষে মৃত ঘোষণা করা হয় তাকে। পরে পুলিশে খবর দিলে,পুলিশ এসে মরদেহ সূরাতাল শেষে,স্বজনদের কাছে হস্তান্তর করে।
নিহত ইব্রাহিম খাঁন উপজেলার কুমারভোগ ইউনিয়নের খড়িয়া গ্রামের কাসেম খানের ছেলে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান,দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছে প্রাইভেটকার চালক সহ তার সাথে থাকা লোকজন,নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।