আহসান উল্লাহ
সাভার প্রতিনিধি
সরকারি খাল দখল করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সকালে ঢাকা আরিচা মহাসড়কের উলাইল ও ব্যাংক টাউন এলাকার মাঝে কর্ণপাড়া নামের ওই খাল দখল করে ঝুটের গোডাউন করেন উলাইল কর্ণপাড়া এলাকার জহির ও রুবেল নামের দুই ব্যক্তি। এ সময় তারা খালের জায়গায় একটি টিন সেট ঝুটের গোডাউন করেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে। ঝুটের গোডাউন টির কিছু ঝুট খালটিতে ফেলে দেওয়ায় খালটি এখন মৃত প্রায়। এলাকাবাসী জানায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সকালে খালটি দখল করে সেখানে ঝুটের গোডাউন এর একটি টিন সেড ঘর করেন ওই দুই ব্যক্তি এলাকাবাসী অবিলম্বে ঝুটের গোডাউন ভেঙ্গে দিয়ে খালটি উদ্ধারের জন্য সাভার উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। খালটি উদ্ধার করে পানির প্রবাহ ঠিক রাখার দাবি জানিয়েছেন তারা। খাল দখলের বিষয়টি জানতে অভিযুক্ত দুই ব্যক্তির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ফেরদৌস বলেন, কেউ সরকারি খাল দখল করতে পারবে না তদন্ত করে খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।