বিএনপির গণঅবস্থান ঘিরে রাজধানীতে ‘সতর্ক’ অবস্থানে পুলিশ

সারাদেশের  বিভাগীয় শহরগুলোতে  বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে।  বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা  থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন  করে দলটি।

বিএনপির গণঅবস্থান কর্মসূচি ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য ঢাকার বিভিন্ন জায়গায়  সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল ৯টা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, পল্টন ও মতিঝিলে আশে পাশের কয়েকটি জায়গায়।

এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জানান, বিএনপিকে শান্তিপূর্ণভাবে গণঅবস্থানের জন্য ডিএমপি থেকে অনুমতি দেওয়া হয়েছে। তবে  জনগণের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।