ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-রুহিয়া মহাসড়কের কাঁঠাল গাছের পাতা ও ডাল কর্তনের প্রতিবাদ করায় নেপাল চন্দ্র সাহা (৬৫) ও তার কলেজপড়ুয়া দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ উঠেছে শান্ত রায় ও তার ছেলে নিপুর রায়ের বিরুদ্ধে।
এ ঘটনায় রুহিয়া থানা ও ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েও বিচার না পেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।
গত বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) ইউনিয়নের আরাজি দক্ষিণ বঠিনা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শান্ত রায় একই এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, শান্ত রায় (৪৫) ও তার ছেলে নিপুণ রায় (২২) রুহিয়া মহাসড়কের কাঁঠাল গাছের পাতা ও ডাল কর্তন করেন। গাছগুলো নেপাল চন্দ্র সাহা’র বাড়ির পাশে হওয়ায় তার ছোট মেয়ে তাদের বাঁধা দেয়। এ সময় শান্ত ও নিপুণ প্রিতি ও তার বোন রিংকি সাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বাবা নেপাল সাহা গালিগালাজের কারণ জানতে চাইলে শান্ত লাঠি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে তাকে। মারধরের এক পর্যায়ে বৃদ্ধ নেপাল মাটিতে পড়ে গেলে দুই মেয়ে বাবাকে উদ্ধার করতে আসলে তাদের ও চুলের মুঠি ধরে মারধর এবং শ্লীলতাহানি করেন। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বাব-ছেলে পালিয়ে যান।