মার্চে আসবে আদানির বিদ্যুৎ, জানালেন নসরুল হামিদ

আগামী মার্চে ভারতের ঝাড়খন্ডে নির্মাণাধীন আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে বাংলাদেশে । বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন।   ভারত থেকে বাংলাদেশে ইতিমধ্যে  বিদ্যুৎ দেওয়ার জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভারতের ঝাড়খন্ডে আদানি পাওয়ার লিমিটেডের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন নসরুল হামিদ । পরিদর্শ্ন শেষে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ জানান, প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে মার্চ মাসের মাঝের দিকে।  গ্রীষ্মের সময় বাংলাদেশে বিদ্যুতের চাহিদা বেড়ে  যায় । ধারনা করা হয় এই বছর আগামী গ্রীষ্মে  চাহিদা পূরণে আরও বেশি  বিদ্যুৎ প্রয়োজন। তাই জ্বালানির বিকল্প উৎস  খুঁজছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।  তিনি আরও বলেন কম মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিতে কাজ করছেন তারা।