৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন শোকবার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান ও ওপেনার ইমরুল কায়েস।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তামিম ইকবাল লেখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
অন্যদিকে ইমরুল কায়েস লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।”
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে শোকের অংশ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের চলমান শোক পরিস্থিতির কারণে এবং প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স—এই দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচগুলো পরবর্তীতে পুনঃনির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শেষ পর্যন্ত সব চিকিৎসা চেষ্টা ব্যর্থ করে দিয়ে দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী না ফেরার দেশে চলে গেলেন।
এমইউএম/










