রাজধানীর ইডেন কলেজের সামনে শিক্ষার্থীদের ধর্মঘটে বাধা প্রদান করেন পুলিশ। শিক্ষার্থীরা ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ’ ব্যানারে ডাকা কর্মসূচিতে যোগ দিয়েছিল। আয়োজক জানিয়েছেন, পুলিশের নিষেধাজ্ঞার জন্য তারা এই কর্মসূচি পালন করতে পারেনি।
ইডেন কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের দুর্বৃত্তপনা থামানো ও (ইডেন কলেজের ঘটনায়) বিচার বিভাগীয় তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার দাবিতে এই সমাবেশ ডাকা হয়েছিল, এদিকে ইডেন কলেজের ঘটনা তদন্তের জন্য আদালত থেকে মামলার কোনো কাগজপত্র আসেনি বলছে পুলিশ।
ইডেন কলেজের ঘটনায় কলেজের সামনে আজ বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশ ডেকেছিলেন অভিভাবক ও নাগরিকদের একটি অংশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগঠক রাখাল রাহা ছিলেন এর মূল আয়োজক, তিনি বলেন, ‘কর্মসূচি ঘোষণার পর গতকাল বুধবার রাতে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাকে ফোন করে বললেন যে কর্মসূচি করতে হলে তাঁদের অনুমতি নিতে হবে, আমি বলার চেষ্টা করলাম, ইডেন কলেজে অন্যায়-অপকর্মের প্রতিবাদে সাধারণ অভিভাবক-নাগরিকেরা তো কথা বলবেনই। পুলিশের উচিত, এই কর্মসূচির নিরাপত্তা দেওয়ার আধঘণ্টা পরই তিনি আবার ফোন করে খুব স্ট্রিক্টলি (শক্তভাবে) বললেন, ‘প্রোগ্রাম হবে না, এটাই ফাইনাল, আপনারা এখানে প্রোগ্রাম করতে পারবেন না, এরপর আর কোনো কথা বলবেন না।’