পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালতে দুইজনের কারাদন্ড ও চায়না জাল জব্দ ও পুড়িয়ে ফেলা হয়। শনিবার দুপুরে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর বনগ্রাম জালহাটায় সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সরকারি নির্দেশনা অমান্য করে মৎস্য প্রজননের জন্য ক্ষতিকর কারেন্ট জাল এবং চায়না দুয়ারী জাল ক্রয়- বিক্রয় করার অপরাধে এসময় দুইজনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয় এবং প্রায় ৪হাজার মিটার চয়না জাল জব্দ করা হয় । যার আনুমানিক মূল্য ৬ ছয় লক্ষ টাকা । জব্দকৃত মালামাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় ।
আসামী ২ জন হলেন ক্ষেতুপাড়া চরভদ্রকোলা গ্রামের মৃত মালিক উদ্দিনের ছেলে ফজর আলী এবং একই এলাকার মৃত গণি খাঁর ছেলে আবু সাইদ। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন কাশিনাথপুর ফাড়ি ইনচার্জ এস. আই জনাব ইমতিয়াজ আহমেদ এবং অন্যান্য পুলিশ সদস্যরা। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে