আলোকিত স্বদেশ রিপোর্ট:
লেখক, শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, মানুষের উপকার করার চেয়ে মহৎ কোনো কাজ পৃথিবীতে নেই। সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা জাতীয় পর্যায়ের সামাজিক সংগঠন আমরা সবাই ফাউন্ডেশন কর্তৃক তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি তিনি এ সংগঠনের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরে আমরা সবাই ফাউন্ডেশন স্কুলে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় তিনি আমরা সবাই ফাউন্ডেশনের সেবা ভুক্ত শিশুদের উদ্দেশ্য করে বলেন, শিশুরা ফুলের মতো পবিত্র। এই পবিত্র আত্মাদের গড়ে তোলার দায়িত্ব সকলের।
তিনি বলেন,সততাই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান পুঁজি,সৎ জীবন যাপনে সাফল্য আসবেই, তাই আমাদের সবাইকে সর্বাবস্থায় সততায় অটল থাকতে হবে।
আমরা সবাই ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রক্টর প্রফেসর হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন রিপোটার্স ইউনিটি বাংলাদেশ (ট্রাব) সভাপতি সালাম মাহমুদ, ফিনল্যান্ড থেকে আগত ইন্টারন্যাশনাল সোস্যাল ওয়ার্কার মাইজু।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম স্বপন, সভাপতি মশিউর রহমান মিল্টন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অপু প্রমুখ। এ সময় আমরা সবাই ফাউন্ডেশনের ক্ষুদে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
উল্লেখ্য, অধ্যাপক কামরুন নাহার হারুন দেশের স্বনামধন্য ইউনানী আয়ুর্বেদীয় ওষুধ শিল্প প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর এমডি মানবহিতৈষী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সহধর্মিণী।