আলোকিত স্বদেশ রিপোর্ট:
যমুনা ব্যাংক লিমিটেড রাজশাহী শাখার খেলাপী ঋণ গ্রহীতা মেসার্স আরএসএন্ডটি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও বন্ধকদাতা জনাব মো. তৌফিকুল ইসলাম, বন্ধকদাতা ও জামিনদার জনাব মো. রফিকুল ইসলাম এবং জনাব মো. শফিকুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিচালক মো. তৌফিকুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম তাদের বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে বন্ধকী সম্পত্তি অন্যত্র হস্তান্তরের ফলে যমুনা ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখা কর্তৃক দায়েরকৃত সিআর মামলা নং ২৮ সি/১৯ তারিখ (শাহমুখদুম) মামলায় রাজশাহীর বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে উপস্থিত হলে বিজ্ঞ কোর্ট তাদের জামিন না মঞ্জুর করেন এবং জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
যমুনা ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখায় আরএসএন্ডটি ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান যার স্বত্ত্বাধিকারী মো. তৌফিকুল ইসলাম এর খেলাপী ঋণের পরিমান প্রায় ৮৮.০০ কোটি টাকা।