মুশফিকের ছুটি মঞ্জুর, জুলাইয়ে যাচ্ছেন হজে

আলোকিত স্বদেশ ডেস্কঃ  

জুলাইয়ে আসন্ন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই ছুটি মঞ্জুর করেছে বিসিবি। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা হবে না সাবেক বাংলাদেশ এ অধিনায়কের।

আগামী ২২ জুন হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন মুশফিক।বিসিবি সূত্রে জানা যায়,শ্রীলঙ্কা সিরিজ খেলার আগেই মুশফিক  জানিয়েছিলেন  তার হজে যাবার বিষয়টি। কনফার্মেশন পাবার পরে তিনি  ছুটির জন্য বিসিবির কাছে  চিঠি দেন এবং বিসিবি   ছুটি  মঞ্জুর ও করেন।

মুশফিক যখন সৌদি আরবের জন্য বাংলাদেশ ছাড়বেন, দল তখন থাকবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে বিসিবির ধারণা ছিল, শুরুর দিকের অংশে থাকবেন তিনি। তবে মুশফিক শেষমেশ ছুটি নিয়েছেন পুরো সফর থেকেই।

এর ফলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান খেলবেন না উইন্ডিজ সফরে। সবশেষ তিনটি উইন্ডিজ সফরে তিনি দলে  ছিলেন। সবশেষ টেস্টে তিনি প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ৫০০০ টেস্ট রানের মাইলফলক ছুঁয়েছেন ।