আলোকিত স্বদেশ রিপোর্ট:
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে নরসিংদী জেলার শিবপুরে হাজী ইসমাঈল মডেল স্কুল এন্ড কলেজে সমাজের অসহায়, দরিদ্র ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বুধবার (১৭ মে) যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে নরসিংদীর শিবপুরে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। চিকিৎসা ক্যাম্পে প্রায় ৪০০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের পাশাপাশি ৩৫৬ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, নিকটস্থ শাখাগুলোর কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।