আলোকিত স্বদেশ রিপোর্ট:
বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদের আয়োজনে ঢাকার নোয়াখালী ক্লাব ফটিক মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সহ- সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদের সভাপতি ফজলুল হক ভুঁইয়া রানা। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মহি উদ্দিন চৌধুরী লিটন।
এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, বিটিআরসির চেয়ারম্যান সিনিয়র সচিব শ্যাম সুন্দর শিকদার,সাবেক সিনিয়র স্বরাষ্ট্রসচিব ড.কামাল উদ্দিন আহমেদ, সাবেক সড়ক ও সেতু সচিব বেলায়েত হোসেন, বিদ্যুত গবেষণা কাউন্সিল চেয়ারম্যান সচিব সত্যজিত কর্মকার, সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম মিলন,বর্তমান প্রধান তথ্য কর্মকর্তা শাহীনূর মিয়া,চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স.ম গোলাম কিবরিয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, ই.আর.ডি যুগ্মসচিব কবির আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ। এছাড়া বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।
দৈনিক অনন্ত বাংলা সম্পাদক মোহাম্মদ শরীফ,ফেনীর কথা সম্পাদক আমির হোসেন জনি, দৈনিক আজকের পদ্মা সম্পাদক মোর্শেদ মজুমদার কাজল, দৈনিক প্রথম ডাক সম্পাদক এ.কে.এম গোলাম সারওয়ার, সাপ্তাহিক মুক্ত বিকাশ সম্পাদক আমির হোসেন আমু, দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ার, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ বৃহত্তর নোয়াখালীর সারাদেশ থেকে প্রায় ৫০ জন সম্পাদক এতে অংশ নেন।
বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন শ্রেণি ও পেশার সামাজিক ব্যক্তিত্বদের এ অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে প্রমাণিত হয় নোয়াখালীর মানুষ আঞ্চলিক সহযোগিতার দিক থেকে এক ও অভিন্ন।
প্রধান অতিথি তার বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব জেলা ও আঞ্চলিক পর্যায়ে এমন সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জাতীয় উন্নয়ন সহজ হয়,এ ক্ষেত্রে নোয়াখালী সম্পাদক পরিষদ অন্যান্য জেলার কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।