আলোকিত রিপোর্ট:
চলতি বছরেই পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল জনগণের জন্য খুলে দেওয়া হবে। এর ফলে প্রবৃদ্ধি আড়াই শতাংশ বাড়বে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পে মোট ব্যয় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা।
চলতি বছরে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল খুলে দেওয়ার বিষয়ে একনেক সভায় আলোচনা করা হয়।