একদিনে শনাক্ত বেড়ে ৬৭৪

আলোকিত রিপোর্ট:

দেশে ফের করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত, শনাক্তের হার এবং মৃত্যু সবই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬৭৪ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চার জন, গতকাল একজনের মৃত্যুর কথা জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন দশমিক ৩৭ শতাংশ, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ অক্টোরব এর চেয়ে বেশি তিন দশমিক ৪১ শতাংশ ছিল শনাক্তের হার। গতকাল শনাক্তের হার ছিল দুই দশমিক ৯৭ শতাংশ।

সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৬৭৪ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন। আজকের চার জনকে নিয়ে সরকারি হিসাবে মোট মারা গেলেন ২৮ হাজার ৮১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১৪ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।