সিনথিয়া-আলভীর ‘হেট ইউ বউ’

ঈদের বিশেষ নাটক ‘হেট ইউ বউ’ রোমান্টিক-কমেডি ঘরানার গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনয়শিল্পী যাহের আলভী ও আদ্রিজা আফরিন সিনথিয়া। অনামিকা মন্ডলের গল্প ও চিত্রনাট্য নাটকটি পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা নাজমুল রনি।

নাটকটিতে সিনথিয়া অভিনয় করেছেন যাহের আলভীর গার্লফ্রেন্ডের চরিত্রে। কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, আলভী ভাইয়ের সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। তিনি খুব সহযোগিতাপূর্ণ এবং প্রতিভাবান একজন অভিনেতা। আসন্ন ঈদ আনন্দে দর্শক নাটকটি বেশ উপভোগ করবেন বলে আশা করছি।

পরিচালক নাজমুল রনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছি। আসছে ঈদে আমার বেশকিছু নাটক আসবে। তা নিয়েই এখনকার ব্যস্ততা। তারই ধারাবাহিকতায় নতুন এই নাটকটির কাজ শেষ করেছি। আশা করছি, রোমান্টিক-কমেডি ঘরানার গল্পটি দর্শক পছন্দ করবেন।

জানা গেছে, আসন্ন ঈদ আয়োজনে একটি বেসরকারি টেলিভিশনে ‘হেট ইউ বউ’ নামের নাটকটি প্রচার হবে। এরপর ইউটিউবে মুক্তি পাবে।

মাহমুদ সালেহীন খান