কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুরে নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন

কৃষি শিক্ষার মানোন্নয়ন ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা সম্প্রসারণের লক্ষ্যে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনির্মিত একটি লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকালে মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান আনুষ্ঠানিকভাবে লাইব্রেরিটির উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, আধুনিক ও টেকসই কৃষি উন্নয়নের জন্য প্রশিক্ষণার্থীদের জ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার বিকল্প নেই। একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নতুন ধারণা অর্জন এবং উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে আরও মনোযোগী ও বাস্তবমুখী হতে হবে, যাতে তারা মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরপুরের অধ্যক্ষ ড. সালমা লাইজু; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ; উপপরিচালক (কৃষি) মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে জ্ঞানভিত্তিক কৃষি উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও টেকসই শেরপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

-মাকসুদুর রহমান,শেরপুর