নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী কারাগারে

ছবি: সংগৃহীত

নাসির নগরে এক সরকারি কর্মকর্তার বহুতল ভবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী কারাগারে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা সদরে।

জানা যায়, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা সদরে একটা বহুতল ভবন সরকারি কর্মকর্তা বাসা থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়,গত শনিবার ১০ জানুয়ারি দিবাগত মধ্যরাতে নাসির নগর উপজেলা সদরে একটি বহুতল ভবনে গলায় ওড়না পেছিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে ফারিয়া আক্তার (২৬) নামে এক নারী।

ফারিয়া আক্তারের পরিবারের অভিযোগ তাদের স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব – কলহ লেগেই ছিল, এবং তার স্বামী তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছেন। নিহত ফারিয়া আক্তার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নতুন চড়চাষি ইউনিয়নের আব্দুল রউফ মোল্লার মেয়ে। তার স্বামী সুজন সরকার। তিনি নাসিরনগর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী।  তিনি দীর্ঘ দিন যাবৎ নাসির নগরে কর্মরত। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ফাজরা ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় ফারিয়া আক্তারের ভাই বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে নাসির নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন,এটা হত্যা না কি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হতে হলে ময়নাতদন্ত রিপোর্ট দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় গভীর ভাবে বেদনার সৃষ্টি করেছে অপর দিকে জনমনে আতঙ্ক বিরাজ সহ প্রশ্ন উঠেছে এটা হত্যা না কি আত্মহত্যা।

খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া