মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ আয়োজন করা হয়।
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আহসানুল আলম।
বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এবং সাবেক জাতীয় অ্যাথলেট, দ্রুততম মানব খেতাবপ্রাপ্ত (২০০৬ ও ২০০৯) মোঃ মাসুদুল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফেরদৌসী আক্তার বন্যা।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দৌড়সহ বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্টে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
বক্তারা বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানটি আয়োজন করে জেলা ক্রীড়া অফিস, মানিকগঞ্জ।
অভি হাসান মানিকগঞ্জ










