দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবি’র ০৩টি পৃথক বিশেষ অভিযানে ১,১৯,৯০০ টাকা মূল্যমানের বাংলা মদ ও ভারতীয় ফেন্সিডিল আটক

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১১ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ১৭৪৫ ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র টহল দলের বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২২/২-এস থেকে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোদাবাড়ী শালবাগানের মধ্যে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮১ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।

এছাড়া গত ১১ জানুয়ারি ২০২৬, রাত ২১০০ ঘটিকায়, গোবিন্দপুর বিওপি’র টহল দলের বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৬/৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাজিগাঁও এলাকার সরিষা মাঠে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তাছাড়া গত ১১ জানুয়ারি ২০২৬, রাত ২০০০ ঘটিকায়, কিশোরীগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৫-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোনাগ্রাম এলাকার বড়পুল ব্রীজ নামক স্থানে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করছে বলে জানা যায়। উক্ত সংবাদের ভিত্তিতে কিশোরীগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল বর্ণিত স্থানে গমন করতঃ নিম্নেবর্ণিত ০১ জন মাদক ব্যবসায়ীকে ০২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি বাটন মোবাইল ফোন, ০১টি সীমকার্ড, ০১টি পালসার মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়ঃ

মোঃ শরিফ হোসেন (২৮), পিতা-মোঃ মোজাহার আলী, গ্রাম-ভবানীপুর, পোস্ট-ভবানীপুর, থানা-বিরল, জেলা-দিনাজপুর।

আটককৃত ব্যক্তিকে ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, উপজেলা ভূমি অফিস, বিরল, দিনাজপুর এবং অদিতি রুমনাজ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৮ (আট) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়াও বিজিবি, পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক ০২ বোতল ভারতীয় ফেন্সিডিল ধ্বংস করা হয় এবং সাজাপ্রাপ্ত আসামীকে ০১টি বাটন মোবাইল ফোন, ০১টি সীমকার্ড, ০১টি পালসার মোটরসাইকেলসহ বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এছাড়া উদ্ধারকৃত মালিকবিহীন মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্যা মালামালের সর্বমোট সিজার মূল্য ১,১৯,৯০০/- (এক লক্ষ ঊনিশ হাজার নয়শত) টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য ১২ জানুয়ারি -২০২৬ সোমবার ৪২ বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর।