শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম রোধে ফ্রান্সে নতুন আইন অনুমোদন

ফ্রান্সে আইনপ্রণেতারা ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার একটি বিল অনুমোদন করেছেন। শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটে বিলটির পক্ষে ১৩০টি এবং বিপক্ষে ২১টি ভোট পড়েছে। বিলটি এখন সিনেটে পাঠানো হবে, যেখানে অনুমোদনের পর এটি আইনে পরিণত হবে।

মাখোঁ এক পোস্টে এই ভোটকে ফরাসি শিশু ও কিশোরদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। খসড়া আইনের আওতায় হাইস্কুলে মুঠোফোন ব্যবহারও নিষিদ্ধ রাখার কথা বলা হয়েছে।

এর আগে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছিল। ফ্রান্স এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা দ্বিতীয় দেশ হতে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের স্বাভাবিক বিকাশ ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে।

মাখোঁ শিক্ষাবর্ষের শুরু থেকে নতুন অ্যাকাউন্টে এসব ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল আশা প্রকাশ করেছেন, সিনেটে অনুমোদনের পর ১ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আইনের আওতায় না থাকা বিদ্যমান অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে।

খসড়া বিলের আওতায় অনলাইন বিশ্বকোষ ও শিক্ষামূলক প্ল্যাটফর্মগুলো নিষেধাজ্ঞার বাইরে থাকবে। কার্যকর বয়স যাচাই ব্যবস্থা চালু করতে ইউরোপীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিশু সুরক্ষা সংস্থাগুলো অনুরোধ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের পরিবর্তে প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহির আওতায় আনা উচিত। মাখোঁ হাইস্কুলে শিক্ষার্থীদের মুঠোফোন বহন নিষিদ্ধ করার পক্ষেও সমর্থন দিয়েছেন। ২০১৮ সালে ফ্রান্স ১১–১৫ বছর বয়সী শিশুদের কলেজে মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

সাবেক প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন এই পদক্ষেপ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যমান নিষেধাজ্ঞা সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না তা নিশ্চিত করা প্রয়োজন।

সূত্র: এএফপি

আফরিনা সুলতানা/