গণভোটে ‘হ্যাঁ’ ভোট না জিতলে সরকার গঠন অর্থহীন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায়। তবে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করে কোনো সুফল আসবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, একটি পক্ষ গণভোটের বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাস করলে ফ্যাসিবাদ আর কখনো ফিরতে পারবে না। তাই যারা নতুনভাবে ফ্যাসিবাদী হতে চায়, তারাই গণভোটের বিরোধিতা করছে।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের রাজনীতি নিশ্চিত করবে; সেখানে কোনো পরিবার বা বিশেষ দলের একক আধিপত্য চলবে না।
নির্বাচনী প্রচারণায় বাধা ও নারীদের লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, “যারা নির্বাচনে জেতার আগেই মা-বোনের গায়ে হাত দেয় এবং বিরোধী মত দমনে কঠোর হয়, তারা জিতলে দেশ কতটা অনিরাপদ হবে তা সহজেই অনুমেয়।” তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াতের আদর্শিক প্রচারণায় বাধা দিলে কিংবা নারীদের লাঞ্ছিত করলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
যশোরবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন যে, জামায়াত ক্ষমতায় গেলে যশোরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। এছাড়া বেকার যুবকদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যে তরুণরা ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা ঘুমিয়ে যায়নি। তারা পুরোনো সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন চায়।”
জনসভায় জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে একটি ইনসাফ কায়েমের আহ্বান জানান।
লামিয়া আক্তার