নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলাহাটা গ্রামে তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মেহনাজ খানম মঙ্গলাহাটা গ্রামের ইলিয়াস শেখের মেয়ে। পাশ্ববর্তী এলাকায় তার বিয়ে হলেও তিনি একমাত্র সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যদের অগোচরে নিজ কক্ষে অবস্থান করছিলেন মেহনাজ।
কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
-নাজিম উদ্দিন,নড়াইল










