ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একই পরিবারের দুই সদস্যের মধ্যে ভোটের লড়াই। চাচি হাসিনা খান চৌধুরী ও ভাতিজা ইয়াসের খান চৌধুরী এবার নির্বাচনী মাঠে পরস্পরের প্রতিদ্বন্দ্বী।
দীর্ঘদিন ধরে এই পরিবারটি ময়মনসিংহ উত্তর বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে আসছে। ইয়াসের খান চৌধুরী বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি প্রয়াত আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে। আনোয়ারুল হোসেন খান চৌধুরী একসময় ময়মনসিংহ উত্তর বিএনপির আহ্বায়ক ও পরে সভাপতি ছিলেন এবং ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, হাসিনা খান চৌধুরী হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ খুররাম খান চৌধুরীর সহধর্মিণী। খুররাম খান চৌধুরী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্থানীয় ভোটারদের একটি অংশের ধারণা, প্রয়াত খুররাম খান চৌধুরীর নিজস্ব একটি শক্ত ভোটব্যাংক এখনও এলাকায় প্রভাব রাখছে।
এলাকার ভোটারদের মধ্যে এই পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভোটার কাইয়ুম বলেন, প্রয়াত খুররাম খান চৌধুরীর অবদানের কারণে তার স্ত্রীকে গুরুত্ব দেওয়া উচিত। আরেক ভোটার মন্তব্য করেন, চাচি–ভাতিজার এই দ্বন্দ্বে অন্য প্রার্থীরা সুবিধা নিতে পারেন।
ভোটার কালাম জানান, যারা বিএনপির সমর্থক তারা ধানের শীষেই ভোট দেবেন। আবার কেউ কেউ বলছেন, পুরো পরিস্থিতি নিয়ে তারা এখনো স্পষ্ট ধারণা পাচ্ছেন না।
চাচি–ভাতিজার এই ব্যতিক্রমী লড়াইকে ঘিরে নান্দাইলের নির্বাচনী এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
-সাইদুর রহমান, নান্দাইল










