সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ হাবিবুর রহমান নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার হাবিবুর রহমান উপজেলার আজাদনগর এলাকার নদয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।
সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ সেনা ক্যাম্প জানায়, শ্যামনগরের নিদয়া গ্রামের হাবিবুর রহমান নামক একজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ নিজ বাসায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ সেনা ক্যাম্প এবং ১৭ বিজিবির যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
এ সময় হাবিবুরের নিজ বাসস্থানের সামনে রাখা ধানের গোলার ভিতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বাসস্থানের ভেতর থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে হাবিবুর রহমানকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কালিগঞ্জ সেনা ক্যাম্প।
-সালাম, সাতক্ষীরা







