ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ময়দানে কেতলি প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার বিকাল ৫টায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান (রহঃ) এর মাজার জিয়ারতের মাধ্যমে তার গণসংযোগ কার্যক্রম শুরু করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নতুন বাংলাদেশ গড়তে সঠিকভাবে ভোট প্রয়োগের মাধ্যমে একটি বাসযোগ্য রাষ্ট্র নির্মাণ করতে হবে। তিনি বলেন, যদি গায়ের জোরে ধান্দাবাজি, চান্দাবাজি ও মাস্তানির প্রভাব খাটিয়ে নির্বাচনকে নিজেদের মতো করে পরিচালনার চেষ্টা করা হয়, তাহলে সেটি আর নির্বাচন থাকবে না।
জোট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোনো জোট বা আসন সমঝোতায় না থাকলেও নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যাশা রয়েছে বলেই সব ধরনের বাধা অতিক্রম করে ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছি। স্বৈরাচার পতনের পর কোনো জোট নেই উল্লেখ করে তিনি আরও বলেন, জোট না থাকলেও নির্বাচনী সমঝোতা রয়েছে। দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, আর শেষ জীবন পর্যন্ত সেই লড়াই অব্যাহত রাখব।
তিনি বলেন, প্রভাবমুক্ত নির্বাচনে যে বিজয়ী হবে, সে-ই শিবগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। এরপর তিনি মহাস্থান বাজার ও বন্দর এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কেতলি মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও প্রচারণা চালান।
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, তিনি আরও আগে এলাকায় আসতে চেয়েছিলেন, কিন্তু একটি শক্তি যেন তিনি আসতে না পারেন, সে জন্য সব ধরনের ব্যবস্থা চালু রাখা হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছে—তিনি নাকি ব্যাংকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন এবং আর আসতে পারবেন না। তিনি বলেন, এখন তো তিনি এলাকায় এসেছেন, তাহলে সেই ব্যাংক কোথায়—জনগণই পরিবর্তন আনুক।
তিনি আরও বলেন, এবারের স্লোগান ‘বদলে দাও বাংলাদেশ’। এবারের নির্বাচন শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্বের নজর কেড়েছে। এটি পরিবর্তনের নির্বাচন, যা আগের যেকোনো নির্বাচনের চেয়ে ভিন্ন ও ব্যতিক্রম হতে হবে। পরে তিনি শিবগঞ্জ সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
–গোলাম রাব্বানী শিপন, মহাস্থান- বগুড়া/










