মহালছড়িতে ১১ কেজি গাঁজাসহ ধনু চাকমা আটক

​খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১১ কেজি গাঁজাসহ ধনু চাকমা (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮:৫০ ঘটিকায় মহালছড়ি জোনের (৬১ ইবি) আওতাধীন বিজিতলা আর্মি ক্যাম্পের ১নং চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

​সেনা সূত্র জানায়, আটককৃত ধনু চাকমা মোটরসাইকেল যোগে লক্ষ্মীছড়ি এলাকা হতে খাগড়াছড়ির দিকে যাচ্ছিলেন। বিজিতলা আর্মি ক্যাম্পের ১নং চেকপোস্টে কর্তব্যরত সেনা সদস্যরা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে তার মোটরসাইকেলটি থামান। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা বলে ধারণা করা হচ্ছে।

​আটককৃত ধনু চাকমা লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গাছড়ি এলাকার যাত্রা চাকমার ছেলে। আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্যসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

নিজস্ব প্রতিনিধি