নীল আকাশ চিরে হাওরবেষ্টিত মেঘনা নদীর পাড়ঘেঁষা প্রত্যন্ত জনপদে অবতরণ করল একটি হেলিকপ্টার। আর সেই হেলিকপ্টার থেকেই নামলেন লাল শেরওয়ানিতে সজ্জিত এক নবদম্পতি। স্ত্রীর স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন সাউথ আফ্রিকান প্রবাসী ইমন মিয়া।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে।
সোমবার ২৬ জানুয়ারি বিকেল ৪টার দিকে ঢাকার একটি হেলিপ্যাড থেকে আকাশপথে রওনা দেন বর ইমন মিয়া ও কনে জান্নাত বেগম। ঢাকার হেলিপ্যাড থেকে মাত্র ২৫ মিনিটের মধ্যেই তারা চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠে পৌঁছান। হেলিকপ্টার অবতরণের পর সেখান থেকে মোটরসাইকেলে করে নবদম্পতি নিজ বাড়িতে যান।
কলেজ মাঠে হেলিকপ্টার অবতরণ করতেই মুহূর্তের মধ্যে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পুরো এলাকা যেন উৎসবস্থলে পরিণত হয়। শিশু, কিশোর, নারী ও বৃদ্ধ সবাই মোবাইল ফোনে ভিডিও ধারণ ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে বর ও কনে পক্ষের পরিবারের সদস্যরা ফুল দিয়ে নবদম্পতিকে বরণ করে নেন।
ইমন মিয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে। বাবা-ছেলে দুজনেই সাউথ আফ্রিকা প্রবাসী। দুই ভাইবোনের মধ্যে ইমন পরিবারের বড় ছেলে। কনে জান্নাত বেগম একই গ্রামের মজিবুর রহমানের মেয়ে।
বর ইমন মিয়া বলেন, আমার স্ত্রীর স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ার। আল্লাহর রহমতে আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পেরেছে। কনের বাবা মজিবুর রহমান বলেন, ছয় মাস আগে ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আমার মেয়ের সাথে ইমন মিয়ার বিয়ে হয়। মেয়ের স্বপ্ন পূরণ করতেই বর ও আমাদের পরিবার মিলে আজ হেলিকপ্টারে করে ঢাকার বাড়ি থেকে গ্রামে নিয়ে এসেছি। এতে আমরা সবাই খুবই আনন্দিত।
গ্রামের মানুষও এমন ব্যতিক্রমী দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই জীবনে প্রথমবার এত কাছ থেকে হেলিকপ্টার দেখার সুযোগ পান।
খ, ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া










