দিনাজপুর-৩ সদর আসনের ১০ দলীয় ঐক্যজোট ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ জানুয়ারি রাত ৭.৩০ টায় শহরের বাহাদুর বাজার জাগপার কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পাট্টি জাগপা দিনাজপুর আহবায়ক ইমরুল কায়েস রুপক-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। কোনো মাধ্যম বা অন্য উপায়ের প্রয়োজন নেই, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি কথা দিচ্ছি, আপনাদের সুখে-দুঃখে সর্বদা নিজেকে আপনাদের দরজায় নিয়োজিত রাখব। এখন শুধু আপনাদের বিশ্বাস ও সঠিক সিদ্ধান্ত নেয়ার পালা।
আহবায়ক বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পাট্টি জাগপার ইমরুল কায়েস রুপক নেতাকর্মীদের কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়ে বলেন, আমরা দিনাজপুর-৩ সদর আসনটি ১০ দলীয় ঐক্যজোটকে উপহার দিতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে এবং নির্বাচনী ফলাফল হাতে নিয়েই আমরা কেন্দ্র ত্যাগ করব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজুল সালেহীন, শহর আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাসুদ রানা,ছাএশিবির সেক্রেটারি বক্তারা ঐক্যবদ্ধভাবে ‘দাঁড়িপাল্লা’ মার্কার প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।