( দিনাজপুর ) ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধী :
সাকিব হাসান নাইম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোফাখখায়ের ইসলাম মোল্লার নেতৃত্বে দিনাজপুর-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম এর নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচ টার দিকে রাণীগঞ্জ বাজার এর তেলের পাম্প হয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা সফল করতে মিছিল অনুষ্ঠিত হয়।উক্ত মিছিলটি দলীয় অফিস থেকে শুরু হয়ে রাণীগঞ্জ তেলের পাম্প হয়ে রানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমরান হোসাইন,বায়তুলমাল সেক্রেটারি মোফাজ্জল হোসেন মিঠু,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রাসেদুল ইসলাম রাসেদ।
সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং সজাগ থেকে সাধারণ জনগণকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ।
-সাইমুন










