ঢাকার ধামরাই পৌর এলাকায় রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। দেশীয় অস্ত্রে সজ্জিত সংঘবদ্ধ ডাকাতরা মিলের নৈশপ্রহরী ও মিল কর্মীদের হাত-পা ও মুখ বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও মিল কর্তৃপক্ষ জানায়, রোববার গভীর রাতে উপজেলার বিসমিল্লাহ অটো রাইচ মিলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে ৮-১০ জনের একটি ডাকাত দল। ডাকাতরা প্রথমে নিরাপত্তাকর্মী ও মিলের ৪ কর্মীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর মিলের ভেতরে ট্রাক ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী মিল মালিক জানান, নৈশপ্রহরীরা সকালে তাদের ফোন করে জানান রাতে ডাকাতরা চাল নিয়ে গেছে।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
-সাইমুন








