নিশাত প্রিয়মের নতুন সিরিয়াল

নিশাত প্রিয়ম নাটক ও ওটিটি মাধ্যমে মুগ্ধতা ছড়িয়ে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন। এবার এ অভিনেত্রী আসছেন ‘মিডল ক্লাস ফ্যামিলি’ নামের একটি সিরিয়াল নিয়ে।  এহসান এলাহী বাপ্পী ও আফনান শ্যামলের পরিচালনায় সিরিয়ালটি নির্মাণ করা হচ্ছে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত জীবনের ক্রাইসিসকে উপজীব্য করে। ‘তুলি’ নামের একটি চরিত্রে দেখা যাবে প্রিয়মকে। ‘মিডল ক্লাস ফ্যামিলি’র ক্রিয়েটিভ ডিরেক্টর নজরুল ইসলাম রাজু।

সিরিয়ালটিতে উচ্চবিত্তের সন্তানের চরিত্রে অভিনয় করছেন প্রিয়ম। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘সিরিয়ালটিতে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত জীবনের বিভিন্ন দিক দেখানো হয়েছে। আমার চরিত্র তুলি উচ্চবিত্ত পরিবারের মেয়ে। তার প্রেমিক মধ্যবিত্ত ঘরের। তুলির জীবনযাপন একরকম। তার প্রেমিকের জীবন ও পরিবারের গল্প অন্যরকম। দুজনে মনের টানে কাছে এলেও জীবন যাপন সম্পর্কিত বিভিন্ন ক্রাইসিসে পড়ে। মূলত ওই বিষয়গুলোই দেখানো হয়েছে সিরিয়ালে।’

তুলি চরিত্রে কাজের অভিজ্ঞতা জানিয়ে বললেন, ‘‘এরকম একটা চরিত্রে কাজ করে খুব ভালো লাগছে। এজন্য ক্রিয়েটিভ ডিরেক্টর নজরুল ইসলাম রাজু ভাই এবং পরিচালক এহসান এলাহি বাপ্পী ও আফনান শ্যামলের কাছে কৃতজ্ঞ। এর আগে নজরুল ইসলাম রাজু ভাইয়ের ‘সিটি লাইফ’ নামের একটি ধারাবাহিকে কাজ করেছি। দুটি কাজের অভিজ্ঞতা-ই খুব ভালো।

নিশাত প্রিয়ম জানালেন, শিগগিরই মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘মিডল ক্লাস ফ্যামিলি’। এতে তার বিপরীতে দেখা যাবে সৈয়দ জামান শাওনকে।

প্রিয়মকে সবশেষ দেখা গেছে ফ্যাকড়া’ নামের এক ওয়েব ফিল্মে। এর আগে ‘মহানগর’, ‘অদৃশ্য’ ওয়েব কনটেন্টগুলোতে মুগ্ধতা ছড়িয়েছে তার অভিনয়।

মাহমুদ সালেহীন খান