নারায়ণগঞ্জে দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপের ঘোষণা দেন তারেক রহমান

নারায়ণগঞ্জের কাঁচপুরে বিএনপির নির্বাচনি সমাবেশে দলটির চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা দীর্ঘদিন ধরে দুর্নীতির একটি বড় সমস্যার মধ্যে ছিল। কারা এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, কীভাবে তা হয়েছে—সবই জনগণের জানা।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে কাঁচপুরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি স্পটে মাদকের ব্যবসা চলে। এসব স্পট চিহ্নিত করে মাদক নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। এর মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তরুণরা স্বাবলম্বী হতে পারে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে নেতারা আগামী নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

নজরুল ইসলাম বাদল,নারায়ণগঞ্জ