নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের ভল্টে সংরক্ষিত রয়েছে জার্মানির প্রায় ১,২৩৬ টন স্বর্ণ, যার বাজারমূল্য প্রায় ১৬৪ বিলিয়ন ইউরো। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সাম্প্রতিক পরিবর্তিত সম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত আচরণের প্রেক্ষাপটে জার্মান অর্থনীতিবিদরা স্বর্ণ দেশে ফিরিয়ে আনার পরামর্শ দিচ্ছেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণভাণ্ডারের অংশ হিসেবে, এই বিপুল পরিমাণ স্বর্ণ নিউইয়র্কে রাখা হয়েছে। ডয়চে বুন্ডেসব্যাংকের সাবেক প্রধান গবেষক ও অর্থনীতিবিদ ইমানুয়েল মোঁখ বলেন, বর্তমান প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রে এত বড় পরিমাণ স্বর্ণ রাখা “অতিরিক্ত ঝুঁকিপূর্ণ” এবং তা দেশে ফিরিয়ে আনা উচিত।
তিনি হান্ডেলসব্লাটকে বলেছেন, “ভূরাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে স্বর্ণ রাখা ঝুঁকিপূর্ণ। কৌশলগত নির্ভরতা কমানোর স্বার্থে বুন্ডেসব্যাংকের উচিত স্বর্ণ দেশে ফেরানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।”
তবে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন জোট সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বলেছেন, এই মুহূর্তে স্বর্ণ প্রত্যাহারের পরিকল্পনা সরকারের নজরদারিতে নেই।
মোঁখ একা নন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টা ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানিতে চলছে, যার সঙ্গে সামঞ্জস্য রেখে অনেক অর্থনীতিবিদ ও আর্থিক বিশেষজ্ঞ স্বর্ণ দেশে ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন।
আফরিনা সুলতানা/










