হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হোসেনপুর উপজেলা শাখার সভাপতি আল আমিন অপুকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৬ জানুয়ারি) ১২টার দিকে শহরের কুড়িঘার্ট এলাকায় থেকে থাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর পুলিশের থানা ইনর্চাজ রাশেদুল ইসলাম। উল্লেখ্য,আল আমিন অপু হোসেনপুর উপজেলার পৌরসভার মুরশিদ উদ্দিন এর ছেলে ও বাংলাদেশ ছাত্রলীগ হোসেনপুর উপজেলা শাখার সর্বশেষ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
তিনি ৫ আগস্ট পূর্ববর্তী সাধারণ ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে থানায় লুটসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।
মোঃ শামছুল হক
হোসেনপুর,কিশোরগঞ্জ










