নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা: প্রজ্ঞাপন জারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সারাদেশে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি বরাদ্দ করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে।
১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার): দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি।
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ভোট দেওয়ার জন্য নিজ এলাকায় যাতায়াতের সুবিধার্থে এই ‘বিশেষ ছুটি’ দেওয়া হয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ১১ তারিখ থেকেই নির্বাচনী কার্যক্রম ও ভোটগ্রহণের প্রস্তুতির জন্য এই ছুটি কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, জরুরি সেবাসমূহ (যেমন- স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, পানি, ফায়ার সার্ভিস ইত্যাদি) এই ছুটির আওতামুক্ত থাকবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করবে।
লামিয়া আক্তার