পাঁচবিবিতে ছাত্রদলনেতা শামীমের নেতৃত্বে ধানের শীষের প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে ধানের শীষের প্রার্থী মো. মাসুদ রানা প্রধানকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের নেতৃত্বে আয়োজিত ওই মিছিলে প্রার্থী মাসুদ রানা প্রধান নিজেও অংশ নেন।

এই উপলক্ষে পাঁচবিবি পৌর শহরের মাস্টার মাইন্ড স্কুল মোড় থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি বড় নির্বাচনী প্রচারণা মিছিল বের করা হয়। মিছিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট/