রাজনীতিকে খেলা থেকে আলাদা করার দাবি অনেকের। কিন্তু দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডসের মত ভিন্ন। সম্প্রতি আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর তিনি রাজনীতি আর খেলার সংশ্লিষ্টতা নিয়ে কথা বললেন।
বাংলাদেশের ভারতে বিশ্বকাপ না খেলার দাবির পেছনে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনও দায়ী, যার শুরু হয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর। বাংলাদেশ বাদ পড়ার আগে অনেকেই দাবি করেন, রাজনীতিকে খেলা থেকে দূরে রাখা উচিত।
কিন্তু বিশ্বকাপের প্রচারণামূলক ইভেন্টে রোডস জানান, প্রশাসকরা প্রায়ই খেলা থেকে রাজনীতিকে দূরে রাখার আশা করলেও এটা সবসময় সম্ভব না। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ যুগের নিজস্ব অভিজ্ঞতা থেকে তার মত- ক্রীড়া নিষেধাজ্ঞা তাদের রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছিল।
রোডস বললেন, ‘আমি বলতে চাচ্ছি, আপনি সবসময় ভাবেন যে, চলুন খেলাধুলা থেকে রাজনীতিকে দূরে রাখি… কিন্তু দুঃখজনকভাবে, আপনি রাজনীতিকে খেলাধুলা থেকে আলাদা করতে পারবেন না।’
গতকাল (শনিবার) বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার দাবিতে অনড় থাকার পর আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।
-এমইউএম










