আশাশুনির দরগাহপুর কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনির দরগাহপুরে কলেজিয়েট বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাইরা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা হাজ্বী মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলে আজম মোহাম্মদ আব্দুস সালাম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন এবং জেলা দায়রা জজ খুলনা এর বিচারক মোঃ আলমগীর কবির, আরো উপস্থিত ছিলেন খুলনা সরকারি বিএল কলেজের সহযোগী অধ্যাপক প্রফেসর মোঃ মইনুল ইসলাম, রাড়ুলী আর কেবিকে হরিশচন্দ্র ইনস্টিটিউশন এর অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ সহ গভর্নিং বডির সদস্যবৃন্দ।

এ সময় ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন এবং প্যারেডে অংশগ্রহণ করেন। সারাদিন ব্যাপী বিভিন্ন ইভেন্টের খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

-সালাম.সাতক্ষীরা/