সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নে বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে হরিহরনগর বাজার ফুটবল মাঠে খেশরা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, নির্বাচিত হতে পারলে পাইকগাছার কপিলমনি ও তালা উপজেলার কানাইদিয়া এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য কপোতাক্ষ নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি তালা থেকে খেশরা যাতায়াতের পথে টিআরএম বেইলি ব্রিজ পুনর্নির্মাণ করা হবে। তালা থেকে খেশরা এলাকা দূরবর্তী হওয়ায় এখানে একটি হাসপাতাল স্থাপনের বিষয় সংসদে উত্থাপন করা হবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির পরিবারে নারীপ্রধানকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং কৃষি ভাতা চালু করা হবে।
তিনি আরও বলেন, আমি হাবিবুল ইসলাম হাবিব আপনাদের কাছে অঙ্গীকার করছি, সংসদ সদস্য নির্বাচিত হলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ধনী, গরিব—সব সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে পারবেন কোনো দালাল ছাড়াই। কারও সঙ্গে দেখা করতে কোনো পিএর দ্বারস্থ হতে হবে না, যেকোনো সময় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করা যাবে।
নির্বাচনী জনসভায় খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং তালা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ গফফার গাজী ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লেয়াকত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী মো. সবুজ মোড়ল।
এ সময় জনসভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন। সভাস্থল দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
-মোঃ ইমন ইসলাম, সাতক্ষীরা /










