হাকিমপুরে পৌর যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর যুবদলের উদ্যোগে শহরের ১নং ওয়ার্ডে দোকানি ও পথচারীদের মাঝে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর পক্ষে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল পৌর যুবদলের উদ্যোগে ১ নং ওয়ার্ড বাড়ি বাড়ি, দোকানি ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় হাকিমপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, যুগ্ম আহবায়ক কাওসার রহমান, মীর সেলিম, তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের সদস্য মোঃ মারুফ হোসেন, পৌর যুবদলের সদস্য মিঠুন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির আস্থাভাজন ধানের শীষের কান্ডারী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর বিজয় সুনিশ্চিত হাকিমপুর বিএনপি সহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা বদ্ধপরিকর।
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে দিনাজপুর-৬ আসনে জনগণের ভোটের রায়ে ধানের শীষ প্রতীকের বিজয় লাভ করে দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ!
আলী মুর্তজা সরকার, হিলি (দিনাজপুর)