বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতিমা সিদ্দিক সোমা শনিবার (২৪ জানুয়ারি) ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে। পুলিশ কনস্টেবল বেলালকে সঙ্গে নিয়ে স্বজনরা রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমি আক্তারকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক কলহ থেকে এ ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
-সাইমুন










