প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মহাকবি মাইকেল মধুসূদনের সাহিত্যকর্মকে চিরস্মরণীয় ও অনুপ্রেরণামূলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “মধুসূদনের সাহিত্যকর্মে মানবিক চেতনা, মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার যে দীপ্ত প্রকাশ, তা আজও আমাদের চিন্তা ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করছে।”
শনিবার প্রকাশিত এক বাণীতে প্রফেসর ইউনূস জানিয়েছেন, আগামীকাল ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ী গ্রামে অনুষ্ঠিত হবে মহাকবির জন্ম উৎসব। তিনি এই আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, “মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নাম। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন, মহাকাব্যিক রচনাশৈলী এবং নাট্যসাহিত্যে নতুন ধারার সৃজনের মাধ্যমে তিনি বাংলা ভাষাকে বিশ্ব দরবারে মর্যাদা দিয়েছেন। তার সাহিত্যকর্মে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং মুক্তচিন্তার প্রতিফলন আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।”
প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেছেন, জন্ম উৎসব নতুন প্রজন্মকে মহাকবির জীবন ও সাহিত্য সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করবে এবং সাহিত্যচর্চায় আগ্রহী করবে। এছাড়া এটি বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
-এমইউএম










